জাতিসংঘ রেডিও: যেভাবে বাংলা ভাষার অনুষ্ঠান শুনবেন

Posted by

জাতিসংঘ রেডিও বা জাতিসংঘ সংবাদ বাংলা ভাষায় অনুষ্ঠান সম্প্রচার করে। ২০১৩ সালের একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ওয়েবসাইট ভিত্তিক এই রেডিও’র যাত্রা শুরু হয়।

জাতিসংঘ রেডিওএর আগে ছয়টি দাপ্তরিক ভাষা (আরবি , চীনা, ইংরেজি, ফরাসি, রুশ ও স্প্যানিশ)। এ ছাড়া পর্তুগিজ ও সোয়াহিলি ভাষায় প্রতিদিন সংবাদ-বিশ্লেষণ প্রচার করতো জাতিসংঘ রেডিও।

জাতিসংঘ রেডিও ২০১৩ থেকে বাংলায়ও বিভিন্ন অনুষ্ঠান প্রচার করে যাচ্ছে।

সংবাদ ভিত্তিক বাংলা ওয়েবসাইট চালুর সঙ্গে সঙ্গে ভয়েজ ক্লিপিং যোগ করা এ রেডিও বেতার তরঙ্গ দিয়ে নয়।

বরং ওয়েবলিংক দিয়ে চলবে। ক্লিপিং বিনা মূল্যে ডাউনলোড করে যে কেউ বাংলায় অনুষ্ঠান শুনতে পারবে।

সংবাদ সংস্থা, প্রতিষ্ঠান বা ব্যক্তি পর্যায়ে জাতিসংঘের বিভিন্ন খবর ও ফিচার অডিও আকারে সরবরাহ করে থাকে জাতিসংঘের রেডিও।

এ রেডিও মূলত বিশ্বব্যাপী জাতিসংঘের বিভিন্ন কার্যক্রম এবং সে সম্পর্কিত খবরকেই গুরুত্ব দিয়ে থাকে।

২০১৭ সালে, জাতিসংঘের রেডিও এবং জাতিসংঘ সংবাদ কেন্দ্র একীভূত হয়ে জাতিসংঘ সংবাদ গঠন করে।

জাতিসংঘের রেডিও ওয়েবসাইটে পাওয়া তথ্য থেকে জানা যায়, জাতিসংঘের ছয়টি দাফতরিক ভাষা আরবি, চীনা, ইংরেজি, ফরাসি, রুশ, স্প্যানিশ ছাড়াও সোয়াহেলি ও পর্তুগিজ ভাষায় দৈনিক সংবাদ ভিত্তিক অনুষ্ঠান প্রচার করে থাকে জাতিসংঘ রেডিও।

মসরুর জুনাইদ-এর ব্লগে আরও পড়ুন- 

এ ভাষাগুলোর প্রতিটির আলাদা আলাদা ওয়েবসাইট আছে এবং ব্যানারে এগুলোর সংযোগ (লিংক) চিহ্নিত রয়েছে।

এ ছাড়া জাতিসংঘ রেডিও বাংলা, হিন্দি, উর্দু এবং ইন্দোনেশীয় ভাষায় সাপ্তাহিক অনুষ্ঠান প্রচার করে।

আর এ চারটি ভাষার মধ্যে এখন কেবল বাংলা ভাষায় আলাদা ওয়েবসাইটে জাতিসংঘের রেডিও বাংলা অনুষ্ঠান প্রচার শুরু হয়েছে।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের এক কর্মকর্তা জানান, সম্প্রচার বলতে সাধারণভাবে যা মনে করা হয়, জাতিসংঘ রেডিওর সম্প্রচার কার্যক্রম সেভাবে চলে না।

খবর, ফিচার বা সাক্ষাৎকারের অডিওগুলো ওয়েবসাইটে প্রকাশ করা হয় এবং সেখান থেকে যেকোনো সম্প্রচারক প্রতিষ্ঠান বা ব্যক্তি তা ডাউনলোড করতে পারেন।

বিশ্বের বহু রেডিও স্টেশন জাতিসংঘ রেডিওর অনুষ্ঠান এখান থেকে নিয়ে সম্প্রচার করে থাকে।

জাতিসংঘ রেডিওর ওয়েবসাইট থেকে জানা যায়, খবর ও ফিচার প্রচার ও অডিও আকারে সরবরাহ করা হবে শ্রোতাদের জন্য।

জাতিসংঘের বিভিন্ন কার্যক্রমের তথ্যই প্রাধান্য পাবে সংবাদে।

জাতিসংঘ রেডিওর অনুষ্ঠান ডাউনলোড করার জন্য প্রথমে একবার রেজিষ্ট্রেশন করতে হয় এবং এই সেবার জন্য কোন অর্থ দিতে হয় না ।

মসরুর জুনাইদ-এর ব্লগে আরও পড়ুন- 

যেসব ভাষায় জাতিসংঘের রেডিও দৈনিক অনুষ্ঠান প্রচার করে থাকে সেগুলো সোমবার থেকে শুক্রবার সন্ধ্যে ১৮:০০ (গ্রীনিচ মান সময়) টায় সম্প্রচার করা হয়ে থাকে।

আপনি জাতিসংঘ রেডিও এর বাংলা অনুষ্ঠান ওয়েবসাইট শুনুন সরাসরি –UN Radio

মতামত দিন