আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান গুলো

Posted by

আন্তর্জাতিক বেতারে বাংলা অনুষ্ঠান বা বাংলা ভাষার স্থান পাওয়া;  যে সুবাদেই হোক, সংখ্যাগরিষ্ঠ বাংলাভাষীর জন্য সেটা যোগাযোগ আর জানা-বোঝা-বিতর্কের সুযোগ এনে দিয়েছে। এই প্রাপ্তি কম নয়।

বাংলা অনুষ্ঠান১৯শ শতাব্দীর গোড়ায় যখন বেতার সম্প্রচারমাধ্যম হিসেবে রূপ পাচ্ছে, তখন থেকেই সীমানা পেরোনো সম্প্রচারের উদ্যোগও শুরু হয়েছে। বেতারের শক্তি, ভালো বা মন্দ কাজে, তখনই চিহ্নিত হয়েছে।

ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন বা বিবিসিতে প্রথম বাংলা অনুষ্ঠান হয় ১৯৪১ সালের ১১ অক্টোবর। এটাই আন্তর্জাতিক সম্প্র্রচারমাধ্যমে বাংলার প্রথম স্থান পাওয়া।

ঔপনিবেশিক স্বার্থ, কৌশলগত স্বার্থ, প্রভাব বিস্তার, মতাদর্শ প্রচার, সংবাদ পরিবেশক হিসেবে আস্থা ও মর্যাদা অর্জন, নিজের ভাষা-সংস্কৃতির প্রচার-প্রসার, ক্রমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ—এমন সব প্রেক্ষাপটে শক্তিশালী দেশগুলো ভিনদেশি ভাষায় বেতার কার্যক্রম শুরু করেছে।

আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যমে বাংলা ভাষার স্থান পাওয়াকে বুঝতে হবে এই প্রেক্ষাপটে। যে সুবাদেই হোক, সংখ্যাগরিষ্ঠ বাংলাভাষীর জন্য সেটা যোগাযোগ আর জানা-বোঝা-বিতর্কের সুযোগ এনে দিয়েছে। প্রাপ্তি কম নয়।

বিবিসি বাংলা অনুষ্ঠান

বিবিসি বাংলা বিভাগ

ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন বা বিবিসি রেডিও থেকে বাংলা সম্প্রচারের শুরু হয় ১৯৪১ সালের ১১ অক্টোবর।

তখন বিবিসির আন্তর্জাতিক সম্প্রচার ‘সাম্রাজ্য’ বা ‘এমপায়ার সার্ভিস’ নাম বদলে বৈদেশিক সার্ভিস হয়েছে, আজ যেটার নাম বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস।

গোড়াতে সপ্তাহে ১৫ মিনিটের অনুষ্ঠান দিয়ে যাত্রা শুরু করে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের অধীন থাকা বাংলা বিভাগ থেকে এখন প্রতিদিন মোট এক ঘন্টার অনুষ্ঠান প্রচারিত হয়।

প্রচার তরঙ্গ

  • প্রত্যুষা : সন্ধ্যা ৭:৩০ – ৮:০০ (বাংলাদেশ); সকাল ৭:০০ – ৭:৩০ (ভারত)
  • শর্টওয়েভ ৩১ ও ২৫ মিটারব্যান্ডে ৯৫১০, ৯৯০০ এবং ১১৭৫০ কিলোহার্টজে।
  • পরিক্রমা  : রাত ১০:৩০ – ১১:০০ (বাংলাদেশ); রাত ১০:০০ – ১০:৩০ (ভারত)
  • শর্টওয়েভ ২১ ও ২৫ মিটারব্যান্ডে ৭২৬৫ এবং ৯৫৮৫ কিলোহার্টজে।

বিবিসি বাংলার এফএম প্রচার তরঙ্গ

  • ঢাকা: ১০০
  • বরিশাল: ১০৫
  • কুমিল্লা: ১০৩.৬
  • কক্সবাজার : ১০০.৮
  • ঠাকুরগাঁও : ৯২
  • চট্টগ্রাম : ৮৮.৮
  • রংপুর : ৮৮.৮
  • রাজশাহী : ৮৮.৮
  • সিলেট: ৮৮.৮
  • খুলনা: ৮৮.৮
  • এ ছাড়া ওয়েবসাইটে লাইভ শুনা যায় বিবিসির বাংলা অনুষ্ঠান- www.bbc.com/bengali

যোগাযোগ ঠিকানা –

  • Bengali Service, BBC World Service, 5th Floor, Zone-A, New Broadcasting House, Portland Place, London W1A 1AA United Kingdom
  • বিবিসি বাংলা বিভাগ পোস্ট বক্স ২০৬০, ঢাকা ১০০০ বাংলাদেশ
  • ইমেইল: [email protected]
  • টেলিফোন: +44 0208 743 8000

ভয়েস অফ আমেরিকা – ভিওএ বাংলা

ভিওএ ভয়েস অফ আমেরিকা (ভিওএ) প্রতিষ্ঠিত হয় ১৯৪২ সালে। এটি যুক্তরাষ্ট্রের সবচাইতে বড় মাল্টি মিডিয়া সংবাদ মাধ্যম।

যে সব দেশে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নেই বা জনগন সীমিত সংবাদ পায়, তাদের কাছে ভিওএ ৪৫টিরও বেশী ভাষায় খবর পৌছে দেয়।

ভয়েস অফ আমেরিকা বাংলা হচ্ছে বাংলাভাষী মানুষের একটি জনপ্রিয় সংবাদমাধ্যম।

অনুষ্ঠানের প্রচার সময় ও তরঙ্গ

  • প্রচার সময়ঃ বাংলাদেশ সময় অনুযায়ী রাত ১০ টা থেকে ১০. ৩০ টা পর্যন্ত।
  • প্রচার তরঙ্গঃ ১৫৭৫ kHz / ১৯০ মিটার
  • আপনি ভিওএ’র ওয়েবসাইটেও অনুষ্ঠান শুনতে পারবেন।-voabangla.com
  • এছাড়া ফেসবুক পেজেও লাইভ অনুষ্ঠান শুনতে পারবেন – voabangla

ভয়েস অফ আমেরিকা’র বাংলা বিভাগের সঙ্গে যোগাযোগ ঠিকানা –

  • Bangladesh: VOA Bangla, Post Box No- 323, Dhaka-1000
    ই-মেইলঃ [email protected]

চীন আন্তর্জাতিক বেতার, বাংলা বিভাগ

চীন আন্তর্জাতিক বেতার১৯৬৯ সালের ১ জানুয়ারি চীন আন্তর্জাতিক বেতার -এর বাংলা ভাষা অনুষ্ঠানের আনুষ্ঠানিক সম্প্রচার শুরু হয়।

এখন বাংলা ভাষা অনুষ্ঠান সম্প্রচারের পাশাপাশি, বাংলা ভাষার ওয়েবসাইট (bengali.cri.cn) ও বাংলাদেশের ঢাকায় সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম হচ্ছে চীন আন্তর্জাতিক বেতারের গুরুত্বপূর্ণ কাজের খাত।

এছাড়া সিআরআই ২০১৪ সালের ১ ডিসেম্বর থেকে ‘চায়না ডটকম’ নামে বাংলা ভাষার ওয়েবসাইট চালু করে।

বাংলা অনুষ্ঠানের সম্প্রচারের সময় ও ফ্রিকোয়েন্সি –

চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের সঙ্গে যোগাযোগের ঠিকানা

  • Bengali Service, China Radio International, 16A Shijingshan Roa, Shijingshan District Beijing, China -100040
  • বাংলা বিভাগ, চীন আন্তর্জাতিক বেতার, জিপিও বক্স নং- ৬১০৫, গুলশান, ঢাকা- ১২১২
  • E-mail: [email protected]
  • টেলিফোন: ০১০-৬৮৮৯২৪২০

রেডিও জাপান – এনএইচকে ওয়ার্ল্ড এর বাংলা অনুষ্ঠান

রেডিও জাপান Radio Japan- NHK World এর ইতিহাস বেশ পুরোনো।  রেডিও জাপান – এনএইচকে ওয়ার্ল্ড হল জাপানের সর্বজনীন সম্প্রচারকারী এনএইচকে’র আন্তর্জাতিক সেবা।

এটি টেলিভিশন, রেডিও এবং অনলাইনে বিশ্বব্যাপী দর্শক-শ্রোতাদের কাছে জাপানের এবং এশিয়ার সর্বশেষ তথ্য সরবরাহ করে।

১৯২৪ সালের ২৯ নভেম্বর রেডিও জাপানের অগ্রজ হিসেবে Tokyo Broadcasting Station এর জন্ম।

এনএইচকে ওয়ার্ল্ড এর বাংলা অনুষ্ঠানের সম্প্রচারের সময় –

শর্টওয়েব ১১৬৮৫ kHz এ বাংলাদেশের সময় সন্ধ্যা ৭ টা থেকে ৭ টা ৪৫ মিনিট পর্যন্ত। ভারতীয় সময় সন্ধ্যা সাডে ৬ টা থেকে ৭ টা ১৫ মিনিট পর্যন্ত।

এছাড়া বাংলাদেশের সাতটি প্রধান শহরে এফ.এম. তরঙ্গে রেডিও জাপানের বাংলা অনুষ্ঠান শুনা যাচ্ছে ঢাকা ১০৪, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী ৮৮.৮ , রংপুর ১০৫.৪ , সিলেট ১০৫ এবং কুমিল্লা ১০১.২ ।

এফ এম তরঙ্গে অনুষ্ঠান শুনতে পাবেন বাংলাদেশ সময় রাত ৯টা থেকে ৯টা ৪৫ মিনিট পর্যন্ত ।

রেডিও জাপান বাংলা বিভাগের যোগাযোগ ঠিকানা –

  • বাংলাদেশে: বাংলা বিভাগ, নএইচকে ওয়ার্ল্ড- জাপান,, জিপিও বক্স নম্বর ২৯৫৯, ঢাকা-১০০০
  • পশ্চিমবঙ্গেঃ বাংলা বিভাগ প্রতিনিধি, এনএইচকে ওয়ার্ল্ড- জাপান, পোষ্টবক্স নম্বর-৯৪৭৭, কোলকাতা ৭০০০১৬, ভারত
  • ভারতে: Bengali Service, NHK world-Japan , New Delhi Office, Bureau, 3rd Floor, B.P.no. 30, Link Road,Lajpat Nagar, New Delhi 110001.
  • সরাসরি: Bengali Service, NHK world- Japan, NHK, Tokyo 150-8001, Japan.
  • আপনাদের মন্তব্য ও অনুরোধ রেডিও জাপান – এনএইচকে ওয়ার্ল্ড এর কাছে সরাসরি জানতে এখানে ক্লিক করুন

রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান

রেডিও তেহরানরেডিও তেহরান, ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানের সম্প্রচার ১৯৮২ সালের ১৭ এপ্রিল থেকে শুরু হয়।

বর্তমানে প্রতিদিন এক ঘণ্টা সন্ধ্যা ও আধা ঘণ্টা নৈশ অধিবেশন সরাসরি সম্প্রচারিত হয়ে থাকে। অন্য দিকে, রেডিও তেহরান এর অনলাইন সংস্করণ পার্সটুডে ২০১৬ সালের জানুয়ারিতে মূলধারার গণমাধ্যম হিসেবে কাজ শুরু করেছে।

যেভাবে রেডিও তেহরান শুনবেন?

রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা এবং রাত সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত। প্রচারিত হয় শর্টওয়েভ, ইন্টারনেট, স্মার্ট ফোন, ট্যাবলেটে এবং স্যাটেলাইটে।

শর্টওয়েভ
বাংলাদেশ ও ভারতে সান্ধ্য অধিবেশন প্রচারিত হয় শর্টওয়েভ ৪৯ মিটার ব্যান্ডে ৬১৫০ কিলোহার্টসে এবং সৌদি আরবে ৩১ মিটারব্যান্ডে ৯৮৭০ কিলোহার্টসে। আর নৈশ অধিবেশন প্রচারিত হয় শর্টওয়েভ ৪৯ মিটার ব্যান্ডে ৬১৫০ কিলোহার্টসে।

যোগাযোগ ঠিকানা

  • Bangla Program, Radio Tehran , Post Box No- 6767, Tehran : 19395, Islamic Republic of Iran.
  • বাংলা অনুষ্ঠান, রেডিও তেহরান, জি. পি. ও বক্স নম্বর : ৪০০২, ঢাকা – ১০০০, বাংলাদেশ.
  • Bangla Program, Radio Tehran, Post Box no: 4222, New Delhi:110048, India.
  • ইমেইল:  [email protected]
  • Tel: +98-21-22013764,
  • Cel: +98-9035065490

ডয়চে ভেল – বাংলা বিভাগ

ডয়চে ভেলডয়চে ভেল বাংলা বিভাগ চালু হয় ১৯৭৫ সালে। সেসময় শর্ট ওয়েভে ডয়চে ভেলের বাংলা অনুষ্ঠান বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের শ্রোতাদের কাছে খুবই জনপ্রিয় ছিল৷

২০১০ সাল থেকে দিনে দু’টি করে অনুষ্ঠান প্রচার করা হতো এফএম ব্যান্ডে বাংলাদেশ বেতারের সহযোগিতায়, যা চলে ২০১৩ সালের ৮ই মার্চ অবধি৷ বর্তমানে শর্টওয়েভ ও  এফএম এ অনুষ্ঠান প্রচার বন্ধ।

২০১৩ সালের এপ্রিল থেকে ডয়চে ভেলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক টেলিভিশন অনুষ্ঠান ‘অন্বেষণ’ বাংলা ভাষাতেও প্রচার শুরু হয়৷ বাংলাদেশে আরটিভি ও ভারতে ডিডি বাংলায় নিয়মিত প্রচার হচ্ছে এই অনুষ্ঠান৷

বাংলা বিভাগের ওয়েবসাইটে (dw.com/bengali ) রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ, সমাজ, অর্থনীতি, খেলাধুলা, উচ্চশিক্ষা ও লাইফস্টাইল সম্পর্কে তথ্য প্রকাশ করা হয়৷

ডয়চে ভেল টেলিভিশন অনুষ্ঠান, ওয়েবসাইট, ফেসবুক, টুইটার এবং ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে শ্রোতাদের সঙ্গে এক অচ্ছেদ্য সংযোগ গড়ে তুলতে সদা সচেষ্ট করছে৷

ডয়চে ভেলে বাংলা বিভাগের সঙ্গে যোগাযোগের ঠিকানা –

Deutsche Welle (DW), Bengali Programm

  • বাংলাদেশ P.O.box 6130, Gulshan 1, Dhaka 1212, Bangladesh
  • ভারত G.P.O. Box 5211, Chanakyapuri, New Delhi 110021
  • জার্মানি 53110 Bonn, Germany
  • E-mail: [email protected],
  • Phone: +49.228.429-4158,
  • Fax: +49.228.429-154158

রেডিও ভেরিতাস এশিয়া – বাংলা বিভাগ

রেডিও ভেরিতাস এশিয়ারেডিও ভেরিতাস এশিয়া ‘র বাংলা বিভাগের শর্ট ওয়েভ সম্প্রচার শুরু হয় ১লা ডিসেম্বর ১৯৮০ সাল থেকে ফিলিপাইন্সের মানিলা শহর থেকে ।

বর্তমানে শর্টওয়েভে অনুষ্ঠান প্রচার বন্ধ।

১লা জুলাই ২০১৮ থেকে রেডিও ভেরিতাস এশিয়া প্রযুক্তির সাহায্য নিয়ে সম্পূর্ণ ডিজিটাল অনলাইন রেডিও অনুষ্ঠান পরিচালনা করছে।

রেডিও ভেরিতাস এশিয়ার বাংলা বিভাগের ওয়েব সাইট : veritasbangla.org

সৌদি আন্তর্জাতিক বেতার – বাংলা বিভাগ

সৌদি আন্তর্জাতিক বেতারসৌদি আন্তর্জাতিক বেতার এর বাংলা বিভাগ, বাংলা ভাষার একটি বহির্দেশীয় রেডিও স্টেশন। বাংলাদেশ ও ভারতের বাংলা ভাষাভাষীদের জন্য এই সম্প্রচার পরিসেবা চালু করে সৌদি আরবের সরকারি বেতার সংস্থা ‘ রেডিও সৌদি আরব’।

প্রচার সময় ও তরঙ্গ

  • প্রচার সময়ঃ সৌদি আরবের সময় দুপুর ১২ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।
  • বাংলাদেশের সময় বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।
  • ভারতীয় সময় দুপুর ২ টা ৩০ মিনিট থেকে বিকেল ৫ টা ৩০ মিনিট পর্যন্ত।
  • প্রচার তরঙ্গঃ শর্টওয়েভ ১৯ মিটার ব্যান্ডে ১৫১২০ কিলোহার্টসে।

সৌদি আন্তর্জাতিক বেতারে বাংলা বিভাগের সঙ্গে যোগাযোগের ঠিকানা-

  • Bengali Section, Saudi International Radio, P.o Box No- 9103, Bonani, Dhaka-1213
  • Bengali Section, Saudi International Radio, Jeddah -21161, K. S. A.
  • ইমেইল: [email protected]
আকাশবাণী মৈত্রী – অল ইন্ডিয়া রেডিও

আকাশবাণী মৈত্রীবাংলাদেশের শ্রোতাদের টার্গেট করে ভারতের রাষ্ট্রীয় বেতার সংস্থা ‘আকাশবাণী’ ২০১৬ সালের ২৩ আগষ্ট থেকে এক নতুন বাংলা সম্প্রচার শুরু করেছে।

আকাশবাণী মৈত্রী বাংলা ভাষার একটি বহির্দেশীয় রেডিও স্টেশন। বাংলাদেশ ও ভারতের বাংলা ভাষাভাষীদের জন্য এই সম্প্রচার পরিসেবা চালু করে ভারতের সরকারি বেতার সংস্থা ‘অল ইন্ডিয়া রেডিও’।

এজন্য কলকাতার হুগলি জেলার চুঁচুড়াতে এক হাজার মেগাওয়াট সম্পন্ন ট্রান্সমিটার বসানো হয় ফলে এটির সম্প্রচার কলকাতা ছাড়াও বাংলাদেশ থেকে শোনা যায়।

প্রচার সময়ঃ আকাশবাণী মৈত্রী প্রতিদিন দুইভাগে ১৬ ঘণ্টা করে বাংলা অনুষ্ঠানমালা প্রচারিত করে।

বাংলাদেশ সময় অনুযায়ী সকাল ৬টা ৩০ মিনিট থেকে ৩ টা পর্যন্ত। বিকাল ৪ টা থেকে রাত ১১ টা ৩০ মিনিট পর্যন্ত।

ভারতীয় সময় সকাল ০৬ টা থেকে দুপুর ২ টা ৩০ মিনিট পর্যন্ত। দুপুর ৩ টা ৩০ মিনিট থেকে রাত ১১ টা মিনিট পর্যন্ত।

  • প্রচার তরঙ্গঃ৫৯৪ kHz / ৫০৫ মিটার
  • যোগাযোগঃ ইমেইল- [email protected]
  • এছাড়া আপনি আকাশবাণী মৈত্রী’র ওয়েবসাইট অথবা এ্যাপ ডাউনলোড করে অনুষ্ঠান শুনতে পারবেন।- airworldservice.org
রেডিও পাকিস্তান – বাংলা বিভাগ

রেডিও পাকিস্তানরেডিও পাকিস্তানের বাংলা বিভাগ, বাংলা ভাষার একটি বহির্দেশীয় রেডিও স্টেশন।

বাংলাদেশ ও ভারতের বাংলা ভাষাভাষীদের জন্য এই সম্প্রচার পরিসেবা চালু করে পাকিস্তানে সরকারি বেতার সংস্থা ‘পাকিস্তান ব্রডকাস্টিং কর্পোরেশন’।

প্রচার সময়ঃ বাংলাদেশের সময় প্রতিদিন দুপুর ৩ টা থেকে ৪ টা পর্যন্ত। ভারতীয় সময় দুপুর ২ টা ৩০ মিনিট থেকে ৩ টা ৩০ মিনিট পর্যন্ত।

আপনি রেডিও পাকিস্তানের ওয়েবসাইট অথবা এ্যাপ ডাউনলোড করে অনুষ্ঠান শুনতে পারবেন।-radio.gov.pk

জাতিসংঘ রেডিও – বাংলা অনুষ্ঠান

জাতিসংঘ রেডিওজাতিসংঘ রেডিও বাংলা ভাষায় অনুষ্ঠান সম্প্রচার করে। এ রেডিও মূলত বিশ্বব্যাপী জাতিসংঘের বিভিন্ন কার্যক্রম এবং সে সম্পর্কিত খবরকেই গুরুত্ব দিয়ে থাকে।

২০১৩ সালের একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ওয়েবসাইট ভিত্তিক এই রেডিও’র যাত্রা শুরু হয়। এর আগে ছয়টি দাপ্তরিক ভাষা (আরবি , চীনা, ইংরেজি, ফরাসি, রুশ ও স্প্যানিশ)।

এ ছাড়া পর্তুগিজ ও সোয়াহিলি ভাষায় প্রতিদিন সংবাদ-বিশ্লেষণ প্রচার করতো জাতিসংঘ রেডিও।

যেসব ভাষায় জাতিসংঘ রেডিও দৈনিক অনুষ্ঠান প্রচার করে থাকে সেগুলো সোমবার থেকে শুক্রবার সন্ধ্যে ১৮:০০ (গ্রীনিচ মান সময়) টায় সম্প্রচার করা হয়ে থাকে।

আপনি জাতিসংঘ রেডিও’র বাংলা অনুষ্ঠান ওয়েবসাইট শুনুন সরাসরি –UN Radio।

রেডিও কুয়েত – বাংলা অনুষ্ঠান

রেডিও কুয়েত বাংলা বিভাগ, বাংলা ভাষার একটি বহির্দেশীয় রেডিও স্টেশন। বাংলাদেশ ও ভারতের বাংলা ভাষাভাষীদের জন্য এই পরিসেবা সম্প্রচার করে কুয়েতের ( Ministry Of Information)।

মসরুর জুনাইদ-এর ব্লগে আরও পড়ুন- 

প্রচার সময়ঃরেডিও কুয়েত বাংলা সার্ভিসের অনুষ্ঠান সম্প্রচারিত হয় প্রতি সোমবার, বুধবার, শুক্রবার কুয়েতের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত । বাংলাদেশ সময় রাত ৯টা থেকে ১০ টা পর্যন্ত।

আপনি রেডিও কুয়েত বাংলা সার্ভিসের অনুষ্ঠান ফেসবুক পেজেও লাইভ অনুষ্ঠান শুনতে পারবেন – Radio Kuwait Bangla Service