রেডিও কুয়েত এর বাংলা অনুষ্ঠান কীভাবে শুনবেন

Posted by

রেডিও কুয়েত বাংলা বিভাগ, বাংলা ভাষার একটি বহির্দেশীয় রেডিও স্টেশন। বাংলাদেশ ও ভারতের বাংলা ভাষাভাষীদের জন্য এই পরিসেবা সম্প্রচার করে কুয়েতের ( Ministry Of Information)।

রেডিও কুয়েত প্রচার সময় রেডিও কুয়েত এর

রেডিও কুয়েত বাংলা সার্ভিসের অনুষ্ঠান সম্প্রচারিত হয় প্রতি সোমবার, বুধবার, শুক্রবার কুয়েতের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত । বাংলাদেশ সময় রাত ৯টা থেকে ১০ টা পর্যন্ত।

মসরুর জুনাইদ-এর ব্লগে আরও পড়ুন- 

প্রচার তরঙ্গঃ কুয়েতে এফএম ৯৩.৩ এবং এএম ৯৬৩ ব্যান্ডে। বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানসহ দক্ষিন এশিয়ার দেশ গুলোতে এই অনুষ্ঠান শুনতে পারবেন ১৯ মিটার ব্যান্ডে ১৫৫৪০ কিলোহার্টসে। এছাড়া কুয়েতে ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২৫ মিটার ব্যান্ডে ১১৯৭০ কিলোহার্টসে।

আপনি রেডিও কুয়েত বাংলা সার্ভিসের অনুষ্ঠান ফেসবুক পেজেও লাইভ অনুষ্ঠান শুনতে পারবেন – Radio Kuwait Bangla Service

যোগাযোগঃ ইমেইল– [email protected]

মসরুর জুনাইদ-এর ব্লগে আরও পড়ুন- 

কুয়েত

কুয়েত একটি ছোট তেল সমৃদ্ধ, দক্ষিণে সৌদি আরব ও উত্তরে ইরাক বেষ্টিত রাজতান্ত্রিক রাষ্ট্র। রাজধানীর নাম কুয়েত সিটি।

কুয়েত পশ্চিম এশিয়ার একটি ছোট এবং তেল সমৃদ্ধ দেশ। আরবের উত্তরাঞ্চলীয় পারস্য উপসাগরের প্রান্তে এর অবস্থান। ইরাক ও সৌদি আরবের সঙ্গে দেশটির সীমানা রয়েছে। কুয়েতের রাজধানী কুয়েত সিটি।

২০১৬ সালের হিসাব অনুযায়ী কুয়েতের মোট জনসংখ্যা ৪৩ লাখের কিছু বেশি। যার মধ্যে কুয়েতি ১৩ লাখ, বাকি ৩০ লাখ বিদেশী।

অর্থাৎ কুয়েতের মোট জনসংখ্যার ৭০ শতাংশই বিদেশী।

কুয়েতে প্রথম তেলের খনি পাওয়া যায় ১৯৩৮ সালে।দেশটিতে ১৯৪৬ থেকে ১৯৮৩ সালে অবকাঠামো খাতে ব্যাপক উন্নয়ন হয়।

গতশতাব্দীর আশির দশকে ভূ-রাজনৈতিক অস্থিরতা শুরু হয় দেশটিতে।শেয়ার বাজারে ধস নামায় শুরু হয় অর্থনৈতিক সংকট। ১৯৯০ সালে ইরাক কুয়েত দখল করে নেয়।

আন্তর্জাতিক জোট বাহিনীর হস্তক্ষেপের পর ১৯৯১ সালে এই দখলদারিত্বের অবসান ঘটলে অর্থনীতি ও দেশের অবকাঠামো
পুনর্গঠনে জোর তৎপরতা শুরু হয়।

বর্তমানে কুয়েত অর্থনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী। বিশ্বের ষষ্ঠ বৃহৎ তেলের মজুদ রয়েছে দেশটিতে। বিশ্বের সবচেয়ে
শক্তিশালী মুদ্রগুলোর মধ্যে কুয়েতি দিনার অন্যতম।

বিশ্বের ব্যাংকের হিসাব মতে মাথাপিছু আয়ের দিক থেকে পঞ্চম অবস্থান কুয়েতের। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় অপেরা হাউসের
অবস্থান দেশটিতে। এই কারণে কুয়েতকে ‘উপসাগরের বলিউড’ বলা হয়।

মতামত দিন