ডয়চে ভেলে বাংলা ( Deutsche Welle Bengali), জার্মানির প্রধান বেতার সার্ভিস। এই গণমাধ্যমের মূল উদ্দেশ্য ইউরোপের কেন্দ্র থেকে বিশ্বব্যাপী নিরপেক্ষ, নির্ভরযোগ্য ও স্বাধীন তথ্য প্রদান করা।
জার্মানির প্রধান বেতার সার্ভিস ডয়চে ভেলের ( Deutsche Welle) বাংলাভাষী অনুষ্ঠান ‘ ডয়চে ভেলে বাংলা’ এর শুরু ১৯৭৫ সালে।
সেসময় শর্ট ওয়েভে ডয়চে ভেলের বাংলা অনুষ্ঠান বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের শ্রোতাদের কাছে খুবই জনপ্রিয় ছিল৷
২০১০ সাল থেকে দিনে দু’টি করে অনুষ্ঠান প্রচার করা হতো এফএম ব্যান্ডে বাংলাদেশ বেতারের সহযোগিতায়, যা চলে ২০১৩ সালের ৮ই মার্চ অবধি।
২০১৩ সালের এপ্রিল থেকে ডয়চে ভেলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক টেলিভিশন অনুষ্ঠান ‘অন্বেষণ’ বাংলা ভাষাতেও প্রচার শুরু হয়৷
বাংলাদেশে আরটিভি ও ভারতে ডিডি বাংলায় নিয়মিত প্রচার হচ্ছে এই অনুষ্ঠান৷
এছাড়া, ডয়চে ভেলে বাংলা বিভাগের ওয়েবসাইটে (dw.com/bengali ) রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ, সমাজ, অর্থনীতি, খেলাধুলা, উচ্চশিক্ষা ও লাইফস্টাইল সম্পর্কে তথ্য নিয়মিত প্রকাশ করা হয় ৷
উল্লেখ্য, ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত এই বেতার সার্ভিসকে বলা হয় ইউরোপের হৃদয় থেকে। এই গণমাধ্যম প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল, ইউরোপের কেন্দ্র থেকে বিশ্বব্যাপী গ্রাহকদের কাছে নিরপেক্ষ, নির্ভরযোগ্য ও স্বাধীন তথ্য প্রদান৷
মসরুর জুনাইদ-এর ব্লগে আরও পড়ুন-
- বিবিসি বাংলা বিভাগ: সংবাদভিত্তিক অনুষ্ঠানই সম্প্রচারের মূল উপজীব্য
- ভয়েস অফ আমেরিকা – ভিওএ বাংলা
- চীন আন্তর্জাতিক বেতার, বাংলা বিভাগ
- রেডিও জাপান – এনএইচকে ওয়ার্ল্ড এর বাংলা অনুষ্ঠান
- রেডিও তেহরান – বাংলা অনুষ্ঠান
টিভিতে ডয়চে ভেলে বাংলা এর অনুষ্ঠান ‘অন্বেষণ’
২০১৩ সালের ১৩ই এপ্রিল ‘অন্বেষণ’ নামের এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ডয়চে ভেলে বাংলা বিভাগ, বাংলায় টেলিভিশন অনুষ্ঠানের জগতে পা রাখলো।
সে সময় ঢাকায় এর উদ্বোধনী অনুষ্ঠানে জার্মান রাষ্ট্রদূত ড.আলব্রেশট কনৎসে বলেন, ডয়চে ভেলের এই নতুন অনুষ্ঠান দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় করবে৷
উদ্বোধনী অনুষ্ঠানে তৎকালীন ডয়চে ভেলে বাংলা বিভাগের প্রধান এবং অন্বেষণ-এর সঞ্চালিকা দেবারতি গুহ বলেন, এই অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তির সব দিক তুলে ধরা হবে।
তাতে প্রাধান্য থাকবে জার্মানি তথা ইউরোপের দৃষ্টিকোণের। তবে তা অবশ্যই বাংলাদেশের প্রেক্ষাপট মাথায় রেখে।
ডয়চে ভেলের নতুন শো ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’
‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ নামে ইউটিউবভিত্তিক নতুন লাইভ টকশো শুরু করতে যাচ্ছে জার্মানির আন্তর্জাতিক সম্প্রচার কেন্দ্র ডয়চে ভেলে বাংলা।
২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে প্রতি শুক্রবার রাত ৯টায় ইউটিউবে দেখা যাচ্ছে এ টকশো।
জার্মানির বন স্টুডিওতে অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে থাকবেন ডয়চে ভেলের বাংলা বিভাগের প্রধান খালেদ মুহিউদ্দীন।
বিশ্বের বিভিন্ন দেশের অতিথিরা সমসাময়িক বিষয় নিয়ে এতে আলোচনা করবেন। স্কাইপের মাধ্যমে যুক্ত থাকবেন দু’জন অতিথি।
ডয়চে ভেলে অ্যাপ
ডয়চে ভেলের নিউজ অ্যাপটি সম্পূর্ণ ‘ফ্রি’৷ অর্থাৎ ইন্টারনেট সংযোগ আছে স্মার্টফোনে বা ট্যাবলেটে – সেটি আইওওস (অ্যাপল), অ্যান্ড্রয়েড, উইন্ডোজ বা সিম্বিয়ান, যে অপারেটিং সিস্টেমই হোক না কেন – এটি ডাউনলোড করা যাবে৷
আর অ্যাপটি অন্য অনেক নিউজ অ্যাপ-এর চেয়ে আলাদা এ জন্য যে, বাংলা ইংরেজিসহ ২৯টি ভাষায় এটিতে সংবাদ পড়ার সুযোগ রয়েছে৷
শুধু তাই নয়, যাঁরা ইন্টারনেট খরচ সাশ্রয় করতে চান, তাঁরা অ্যাপটি অফলাইন মোডেও ব্যবহার করতে পারেন৷
পাশাপাশি কম গতির ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য রয়েছে ‘টেক্সট মোড৷’
ডয়চে ভেলের নিউজ অ্যাপটি মাল্টিমিডিয়া কনটেন্টের জন্য পুরোপুরি উপযোগী৷ শুধু নিউজ পড়া বা ছবি দেখা নয়, লাইভ টিভি দেখার সুযোগও রয়েছে এতে৷
মসরুর জুনাইদ-এর ব্লগে আরও পড়ুন-
- রেডিও ভেরিতাস এশিয়া, বাংলা বিভাগ
- সৌদি আন্তর্জাতিক বেতার – বাংলা বিভাগ
- আকাশবাণী মৈত্রী- অল ইন্ডি
- রেডিও পাকিস্তান – বাংলা বিভাগ
- জাতিসংঘ রেডিও – বাংলা অনুষ্ঠান
- রেডিও কুয়েত – বাংলা অনুষ্ঠান
রয়েছে দুনিয়ার যে কোনো প্রান্তে বড় কোনো ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ‘নোটিফিকেশন’ পাবার সুযোগ৷
আরো একটি সুবিধার কথা না বললেই নয়৷ বিভিন্ন বিষয়ে ডয়চে ভেলেকে ছবি বা ভিডিও পাঠানো সম্ভব অ্যাপটি ব্যবহার করে৷
ফলে অ্যাপটির ব্যবহারকারীদের থাকছে নিজেই ‘সিটিজেন জার্নালিস্ট’ হয়ে ওঠার সুযোগ৷
ডয়চে ভেল- বাংলা বিভাগের সঙ্গে যোগাযোগের ঠিকানা –
Deutsche Welle (DW), Bengali Programm
- বাংলাদেশ P.O.box 6130, Gulshan 1, Dhaka 1212, Bangladesh
- ভারত G.P.O. Box 5211, Chanakyapuri, New Delhi 110021
- জার্মানি 53110 Bonn, Germany
অথবা ই-মেল, টেলিফোন ও ফ্যাক্স-এর মাধ্যমেও যোগাযোগ করতে পারেন…
- E-mail: [email protected],
- Phone: +49.228.429-4158,
- Fax: +49.228.429-154158