সৌদি আন্তর্জাতিক বেতার এর বাংলা বিভাগ, বাংলা ভাষার একটি বহির্দেশীয় রেডিও স্টেশন।
বাংলাদেশ ও ভারতের বাংলা ভাষাভাষী শ্রোতাদের জন্য বিশ্বের বিভিন্ন দেশের বহির্দেশীয় রেডিও স্টেশনের বাংলা অনুষ্ঠানগুলোর মধ্যে সৌদি আন্তর্জাতিক বেতারের অনুষ্ঠান অন্যতম।
বাংলা ভাষাভাষী শ্রোতাদের জন্য প্রতিদিন প্রায় তিন ঘণ্টা অনুষ্ঠান সম্প্রচার করে সৌদি আরবের সরকারি বেতার সংস্থা ‘ রেডিও সৌদি আরব’।
সৌদি আন্তর্জাতিক বেতার – এর অনুষ্ঠান সুচী
রবিবার প্রচারিত হয়- কোরআন ও হাদিসের অলৌকিকতা, সন্ত্রাস ঠেকাও মানুষ বাঁচাও, মুসলিম উম্মাহর শক্তি যুব সমাজ, মুসলিম পরিবার এবং মানবতার সেবায় সৌদি আরব ।
সোমবার প্রচারিত হয়- কোরআনের আলোয় পথচলা, বেতার বিচিত্রা, বিভ্রান্তির অবসান, যুগে যুগে দু’ হারাম শরীফের সেবা এবং আন্তর্জাতিক অঙ্গনে সৌদি আরব ।
মঙ্গলবার প্রচারিত হয়- শ্রোতাবন্ধুদের পাঠানো চিঠি/ই-চিঠির জবাবের অনুষ্ঠান বিনিময়।
বুধবার প্রচারিত হয়- ইসলামের চিরন্তন আক্বিদা বিশ্বাস, পরশ পাথর, ইসলামে মধ্যম পন্থা, মুসলিম উম্মাহর শক্তি যুব সমাজ এবং কোরআনের আলোয় পথচলা ।
মসরুর জুনাইদ-এর ব্লগে আরও পড়ুন-
- বিবিসি বাংলা বিভাগ: সংবাদভিত্তিক অনুষ্ঠানই সম্প্রচারের মূল উপজীব্য
- ভয়েস অফ আমেরিকা – ভিওএ বাংলা
- চীন আন্তর্জাতিক বেতার, বাংলা বিভাগ
- রেডিও জাপান – এনএইচকে ওয়ার্ল্ড এর বাংলা অনুষ্ঠান
- রেডিও তেহরান – বাংলা অনুষ্ঠান
- ডয়চে ভেল – বাংলা বিভাগ
বৃহস্পতিবার প্রচারিত হয়- ইসলামের অধিকার, আন্তর্জাতিক অঙ্গনে সৌদি আরব, কোরআন ও হাদিসের অলৌকিকতা, মুসলিম পরিবার এবং যুগে যুগে দু’ হারাম শরীফের সেবা ।
শুক্রবার পুনঃ প্রচারিত হয় শ্রোতাবন্ধুদের পাঠানো চিঠি/ই-চিঠির জবাবের অনুষ্ঠান বিনিময়। দুই হারামের অঙ্গন থেকে মসজিদে হারাম মক্কা ও মদিনার খুতবা প্রচারিত হয়।
এছাড়া প্রাত্যহিক পবিত্র কোরআন তেলাওয়াত, অনুবাদ ও তাফসির, হাদিসে রাসুল সাঃ, প্রিয় দ্বীনি ভাই শুনুন (নীতিবাচক কথিকা), সংক্ষিপ্ত ও বিস্তারিত খবর এবং মক্কার মসজিদে হারাম থেকে যোহর নামাজের আযান যথাসময়ে যথারীতি সম্প্রচার ।
প্রচার সময় ও তরঙ্গ
- প্রচার সময়ঃ সৌদি আরবের সময় দুপুর ১২ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।
- বাংলাদেশের সময় বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।
- ভারতীয় সময় দুপুর ২ টা ৩০ মিনিট থেকে বিকেল ৫ টা ৩০ মিনিট পর্যন্ত।
- প্রচার তরঙ্গঃ শর্টওয়েভ ১৯ মিটার ব্যান্ডে ১৫১২০ কিলোহার্টসে।
সৌদি আন্তর্জাতিক বেতারে বাংলা বিভাগের সঙ্গে যোগাযোগের ঠিকানা-
Bengali Section, Saudi International Radio, P.o Box No- 9103, Bonani, Dhaka-1213
Bengali Section, Saudi International Radio, Jeddah -21161, K. S. A.
ইমেইল : [email protected]
মসরুর জুনাইদ-এর ব্লগে আরও পড়ুন-