চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) এর বাংলা অনুষ্ঠানের সম্প্রচার আনুষ্ঠানিক ভাবে শুরু হয় ১৯৬৯ সালের ১ জানুয়ারি।
১৯৪১ সালের ৩ ডিসেম্বর প্রথম বিদেশি ভাষা হিসেবে ১৫ মিনিটের জাপানী ভাষার অনুষ্ঠান প্রচার শুরু করে ইয়ান আন সিনহুয়া বেতার বা আজকের চীন আন্তর্জাতিক বেতার।
তখন বেতারের রেকর্ডিং রুম ছিল একটি অতি কাঁচা গুহা ঘর, আর প্রেরণ শক্তি ছিল মাত্র ৩০০ ওয়াট।
ইয়ান আন সিনহুয়া বেতার পেইচিংয়ের অদূরে অবস্থিত হোপেই প্রদেশের শে জেলায় স্থানান্তরিত হয় ১৯৪৭ সালের প্রথম দিকে।
এ বছরই সেপ্টেম্বরে ইংরেজি অনুষ্ঠান প্রচার শুরু হয় ইয়ান আন সিনহুয়া বেতার থেকে। এসময় বেতারের প্রেরণশক্তি ছিল ১০ কিলোওয়াট।
চীন গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় ১৯৪৯ সালে। ইয়ান আন সিনহুয়া বেতার, পিকিং সিনহুয়া বেতার নামে রাজধানী পিকিংয়ে (বর্তমানে বেইজিং বা পেইচিং) স্থানান্তরিত হয় ।
১৯৪৯ সালের ১ অক্টোবর পিকিং সিনহুয়া বেতার দেশ প্রতিষ্ঠার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে।
এ অনুষ্ঠানের মাধ্যমেই সারা বিশ্বের কাছে চীন গণপ্রজাতন্ত্রের জন্ম ঘোষিত হয়েছে।
১৯৫০ সালের ১০ এপ্রিল পিকিং সিনহুয়া বেতার ‘পিকিং রেডিও’ নাম ব্যবহার করতে শুরু করে।
এই মাসেই ভিয়েতনামিজ, থাই, ইন্দোনেশীয় ও বার্মিজ ভাষার অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়।
১৯৬৫ সাল পর্যন্ত এই বেতার ৪ টি আঞ্চলিক ভাষা সহ ৩১ টি ভাষায় প্রতিদিন ৯৮ ঘন্টা অনুষ্ঠান প্রচার করে।
৭০ এর দশকের মাঝামাঝি সময়ে চীনের বৈদেশিক বেতারের প্রচারিত ভাষা ৪৩ টি হয়।
মসরুর জুনাইদ-এর ব্লগে আরও পড়ুন-
- বিবিসি বাংলা বিভাগ: সংবাদভিত্তিক অনুষ্ঠানই সম্প্রচারের মূল উপজীব্য
- ভয়েস অফ আমেরিকা – ভিওএ বাংলা
- রেডিও জাপান – এনএইচকে ওয়ার্ল্ড এর বাংলা অনুষ্ঠান
- রেডিও তেহরান – বাংলা অনুষ্ঠান
- ডয়চে ভেল – বাংলা বিভাগ
৮ এপ্রিল ১৯৭৮ সাল থেকে রেডিও পিকিং, চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) নামে অনুষ্ঠান প্রচার শুরু করে। বর্তমানে সিআরআই প্রত্যহ ৭৮০ ঘন্টার ও বেশী অনুষ্ঠান প্রচার করে।
চীন আন্তর্জাতিক বেতার এর বাংলা বিভাগের যাত্রা
চীন আন্তর্জাতিক বেতারে বাংলা ভাষায় অনুষ্ঠান সম্প্রচার হচ্ছে ১৯৬৯ সাল থেকে। এর আগে ১৯৬৮ সালের আগষ্টে বাংলা অনুষ্ঠান প্রচারের প্রস্তুতি শুরু করে।
এর নেতৃত্বে ছিলেন- হিন্দী বিভাগের তৎকালীন প্রধান লি লি চুং।
১৯৬৯ সালের ১ জানুয়ারি চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) আনুষ্ঠানিকভাবে বাংলা অনুষ্ঠান প্রচার শুরু পর থেকে ১৯৭৩ সাল পর্যন্ত হিন্দী বিভাগের পরিচালক ফাং ফো কোয়াং অতিরিক্ত দায়িত্ব হিসেবে বাংলা বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেন।
২০০৪ সালের ১৪ জুলাই পর্যন্ত ৩০ মিনিটের বাংলা অনুষ্ঠান দু’বার করা প্রচার হত । এরই মধ্যে চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) বাংলা বিভাগে ঘটেছে বৈপ্লবিক পরিবর্তন।
২০০৪ সালের ১৫ জুলাই থেকে বাংলা ভাষার অনুষ্ঠান আধা ঘন্টা থেকে এক ঘন্টায় উন্নীত হয়েছে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে প্রতিদিন সন্ধ্যা ৭টা, ৮টা ও সকাল ৮ টায়।
১৬ ডিসেম্বর ২০০৫ থেকে রাত ৯ টায় আরও একটি অধিবেশন যোগ করা হয়েছে। অর্থাৎ বর্তমানে ৩ বার পুন:প্রচার সহ প্রতিদিন মোট ৪ ঘন্টা চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শোনা যায়।
অনুষ্ঠান প্রচারের সময়সীমা বৃদ্ধির সাথে সাথে অনুষ্ঠানের বিষয়বস্তুও ব্যাপক উন্নত হয়েছে। বেতারের জনবলও বেড়েছে। সেই সাথে বেড়েছে শ্রোতাপ্রিয়তা।
এখন বাংলা ভাষা অনুষ্ঠান সম্প্রচারের পাশাপাশি, বাংলা ভাষার ওয়েবসাইট (bengali.cri.cn) ও বাংলাদেশের ঢাকায় সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম হচ্ছে চীন আন্তর্জাতিক বেতারের গুরুত্বপূর্ণ কাজের খাত।
বাংলা ভাষার ওয়েবসাইট চালু হয় ২০০৪ সালের ১ নভেম্বর। এটা হচ্ছে চীনের সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতিসহ নানা ক্ষেত্রের তথ্য জানার এক সুবিধাজনক উপায়।
২০১০ সালের ১ নভেম্বর থেকে বাংলাদেশ বেতারের এফএম ব্যান্ডের ট্রান্সমিটারের মাধ্যমে ঢাকা এবং চট্টগ্রামে আনুষ্ঠানিক ভাবে বিকেল ৫:৩০ থেকে ৭:৩০ পর্যন্ত ১ ঘন্টা করে দু’বার সিআরআই ইংরেজী ও বাংলা অনুষ্ঠান সম্প্রচার শুরু করে যথাক্রমে ১০৩.২ ও ১০৫.৪ মেগাহার্জে।
এছাড়া সিআরআই ২০১৪ সালের ১ ডিসেম্বর থেকে ‘চায়না ডটকম’ নামে বাংলা ভাষার ওয়েবসাইট চালু করে।
বাংলা অনুষ্ঠানের সম্প্রচারের সময় ও ফ্রিকোয়েন্সি –
চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের সঙ্গে যোগাযোগের ঠিকানা
- Bengali Service, China Radio International, 16A Shijingshan Roa, Shijingshan District Beijing, China -100040
- বাংলা বিভাগ, চীন আন্তর্জাতিক বেতার, জিপিও বক্স নং- ৬১০৫, গুলশান, ঢাকা- ১২১২
- E-mail: [email protected]
- টেলিফোন: ০১০-৬৮৮৯২৪২০
মসরুর জুনাইদ-এর ব্লগে আরও পড়ুন-