আকাশবাণী মৈত্রী বাংলা ভাষার একটি বহির্দেশীয় রেডিও স্টেশন। বাংলাদেশ ও ভারতের বাংলা ভাষাভাষীদের জন্য এই সম্প্রচার পরিসেবা চালু করে ভারতের সরকারি বেতার সংস্থা ‘অল ইন্ডিয়া রেডিও’।
এজন্য কলকাতার হুগলি জেলার চুঁচুড়াতে এক হাজার মেগাওয়াট সম্পন্ন ট্রান্সমিটার বসানো হয় ফলে এটির সম্প্রচার কলকাতা ছাড়াও বাংলাদেশ থেকে শোনা যায়।
এই বেতার অনুষ্ঠানে যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, তেমনই একটা বড় অংশ জুড়ে আছে সংবাদ আর বিশ্লেষণধর্মী অনুষ্ঠান।
সংবাদ বুলেটিন ছাড়াও বিশ্ব সংবাদ, উপমহাদেশের সংবাদ আর চলতি ঘটনাবলী নিয়ে বিশ্লেষণধর্মী অনুষ্ঠান।
উল্লেখ্য,১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় আকাশবাণী বিশেষ বাংলা অনুষ্ঠান ‘এস বি এস’শুরু করেছিল। ২০১০ সালে সেটা বন্ধ হয়ে যায়।
প্রসঙ্গত, বাংলাদেশের শ্রোতাদের টার্গেট করে ভারতের রাষ্ট্রীয় বেতার সংস্থা ‘আকাশবাণী’ ২০১৬ সালের ২৩ আগষ্ট থেকে এক নতুন বাংলা সম্প্রচার শুরু করেছে।
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ‘আকাশবাণী মৈত্রী’ নামের এই সম্প্রচার আনুষ্ঠানিকভাবে চালু করেন কলকাতায়।
এই নতুন সম্প্রচারের লক্ষ্য বাংলাদেশের মানুষের সঙ্গে ভারতের বোঝাপড়া বৃদ্ধি বলেই সরকারিভাবে জানানো হয়েছে।
মসরুর জুনাইদ-এর ব্লগে আরও পড়ুন-
- বিবিসি বাংলা বিভাগ: সংবাদভিত্তিক অনুষ্ঠানই সম্প্রচারের মূল উপজীব্য
- ভয়েস অফ আমেরিকা – ভিওএ বাংলা
- চীন আন্তর্জাতিক বেতার, বাংলা বিভাগ
- রেডিও জাপান – এনএইচকে ওয়ার্ল্ড এর বাংলা অনুষ্ঠান
- রেডিও তেহরান – বাংলা অনুষ্ঠান
- ডয়চে ভেল – বাংলা বিভাগ
নতুন এই বেতার চ্যানেলে ভারত আর বাংলাদেশের মধ্যে অনুষ্ঠান বিনিময় যেমন হবে।
তেমনই বাংলাদেশের শিল্পী-বুদ্ধিজীবিদেরও আকাশবাণী মৈত্রী চ্যানেলে অনুষ্ঠান করার জন্য আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন ভারতের রাষ্ট্রীয় সম্প্রচার কর্পোরেশন প্রসার ভারতীর তৎকালীন প্রধান জহর সরকার।
- প্রচার সময়ঃ আকাশবাণী মৈত্রী প্রতিদিন দুইভাগে ১৬ ঘণ্টা করে বাংলা অনুষ্ঠানমালা প্রচারিত করে।
- বাংলাদেশ সময় অনুযায়ী সকাল ৬টা ৩০ মিনিট থেকে ৩ টা পর্যন্ত। বিকাল ৪ টা থেকে রাত ১১ টা ৩০ মিনিট পর্যন্ত।
- ভারতীয় সময় সকাল ০৬ টা থেকে দুপুর ২ টা ৩০ মিনিট পর্যন্ত। দুপুর ৩ টা ৩০ মিনিট থেকে রাত ১১ টা মিনিট পর্যন্ত।
- প্রচার তরঙ্গঃ ৫৯৪ kHz / ৫০৫ মিটার
- যোগাযোগঃ ইমেইল- [email protected]
- এছাড়া আপনি আকাশবাণী মৈত্রী’র ওয়েবসাইট অথবা এ্যাপ ডাউনলোড করে অনুষ্ঠান শুনতে পারবেন।- airworldservice.org
মসরুর জুনাইদ-এর ব্লগে আরও পড়ুন-