ভারতের লো বাজেট এয়ারলাইনস ‘স্পাইস জেট‘ এবার চট্টগ্রাম থেকে কলকাতায় প্রথমবারের মতো ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। চট্টগ্রাম থেকে প্রথম হলেও ঢাকা থেকে কলকাতা, দিল্লী ও মুম্বাই রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটি।
৫ নভেম্বর ২০২০ থেকে চট্টগ্রাম-কলকাতা রুটে সপ্তাহে চারদিন চারটি ফ্লাইট নিয়মিত চলাচল করবে।
পর্যায়ক্রমে ভারতের দিল্লী ও মুম্বাইয়েও ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
মসরুর জুনাইদ-এর ব্লগে আরও পড়ুন-
- ই–পাসপোর্ট সহজে যেভাবে পাবেন
- অনলাইনে জাতীয় পরিচয়পত্র সংশোধন করবেন যেভাবে
- অনলাইনে নিলাম আবেদন চট্টগ্রাম কাস্টমসে, ঘরে বসে অংশ নিন
প্রতি মঙ্গল, বৃহস্পতি, শনি ও রোববার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কলকাতায় এই ফ্লাইটগুলো পরিচালনা করা হবে।
এক্ষেত্রে ৭৮ আসনের ড্যাশ-৮ উড়োজাহাজ ব্যবহার করা হবে।
আগ্রহী যাত্রীরা অনলাইনের পাশাপাশি চট্টগ্রামের আগ্রাবাদ অফিস থেকেও টিকিট সংগ্রহ করতে পারবেন, এমনটা জানালেন স্পাইস জেটের চট্টগ্রামের ইনচার্জ।
স্পাইস জেট দিনে ৫৩টি অভ্যন্তরীণ ও ৯টি আন্তর্জাতিক গন্তব্যে ৫৮৪টি ফ্লাইট পরিচালনা করে।
এর বহরে ৬৮টি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ, ৩০টি বোম্বারডিয়ার ড্যাশ-৮ কিউ ৪০০ উড়োজাহাজ ও দুটি বোয়িং ৭৩৭ ফ্রেইটার রয়েছে।
চট্টগ্রাম-কলকাতা রুটে ‘স্পাইস জেট’ এর ভাড়া
চট্টগ্রাম-কলকাতা ওয়ান ওয়ে ভাড়া জনপ্রতি ৫ হাজার ৬১৩ টাকা। আর রিটার্ন টিকিটের জন্য ( যাওয়া-আসা) জনপ্রতি ভাড়া ১০ হাজার ১০৪ টাকা।
সূত্র জানায়, স্পাইস জেট কলকাতা-চট্টগ্রামে ৪২৫৫ ভারতীয় রুপি, চট্টগ্রাম-কলকাতা ৪৯৩৯ রুপি, কলকাতা-ঢাকা ৪৬৩৮ রুপি, ঢাকা-কলকাতা ৫৪৭৮ রুপি, দিল্লি-ঢাকা ৭৭৪৯ রুপি, ঢাকা-দিল্লি ১০১৩৫ রুপি, চেন্নাই-ঢাকা ৫১২৮ রুপি ও ঢাকা-চেন্নাই ৭৩০৮ রুপি ভাড়া নির্ধারণ করেছে।
উল্লেখ্য, নির্ধারিত দিনে সকাল ১০টা ৫ মিনিটে কলকাতা নেতাজী সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে পৌনে ১২টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
মসরুর জুনাইদ-এর ব্লগে আরও পড়ুন-
- অনলাইনে ভ্রমণ কর (ট্রাভেল ট্যাক্স) প্রদান করবেন যেভাবে
- হোল্ডিং ট্যাক্স এবং হোল্ডিং নম্বর
- ঘরে বসে নিজেই বানিয়ে নিন ই-টিআইএন
এরপর দুপুর সাড়ে ১২টায় কলকাতার উদ্দেশে ছেড়ে যাবে।
স্পাইস জেটের চট্টগ্রাম ইনচার্জ মোহাম্মদ আসিফ চৌধুরী এসব তথ্য জানিয়ে বলেন, স্পাইস জেটের সুবিধা হচ্ছে কলকাতা থেকে বিভিন্ন গন্তব্যের নিজস্ব কানেকটিং ফ্লাইট আছে।
আমরা আশাকরি, লো কস্ট এয়ার হিসেবে যাত্রীর সংখ্যা বাড়লে সপ্তাহে প্রতিদিন ফ্লাইট অপারেট করতে পারবো।