বাংলাদেশ বেতার এর এ টু জেড

Posted by

বাংলাদেশ বেতারদেশের প্রাচীনতম ও সর্ববৃহৎ জাতীয় গণমাধ্যম ‘বাংলাদেশ বেতার‘। রাষ্ট্রীয় এই বেতার সংস্থা ১৯৭৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত এটি রেডিও বাংলাদেশ নামে পরিচিত ছিল।

রেডিওটি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

১৯৭১ সালের ২৬নশে মার্চ তারিখে সম্প্রচার কেন্দ্র রেডিও পাকিস্তান স্বাধীনতার ঘোষণা সম্প্রচার করা হয়।

যুদ্ধের সময় এটি স্বাধীন বাংলা বেতারকেন্দ্র নামে পরিচিত ছিল।

বাংলাদেশ বেতার ১৯৩৯ সালের ১৬ ডিসেম্বর ঢাকার নাজিমুদ্দিন রোডের এক ভাড়া বাড়িতে একটি ৫ কিলোওয়াট ট্রান্সমিটারের মাধ্যমে তৎকালীন অল ইন্ডিয়া রেডিও’র ঢাকা কেন্দ্র নামে এই ভূখ-ন্ডে বেতার সম্প্রচার কার্যক্রম শুরু করে।

প্রতিষ্ঠানটি – কালের দীর্ঘ পথ পরিক্রমায় সেই বাংলাদেশ বেতার আজ দেশের সর্ববৃহৎ গণমাধ্যম।

১৯৮৩ সালের ৩০ জুলাই ঢাকাস্থ শের-ই-বাংলা নগরে বর্তমান অত্যাধুনিক পূর্ণাঙ্গ জাতীয় বেতার ভবনে বাংলাদেশ বেতারের ঢাকা কেন্দ্রে স্থানান্তরিত হবার পর শাহবাগস্থ ঢাকা কেন্দ্রের সাবেক প্রচার ভবনটি বাংলাদেশ বেতারের সদর দফতরে রূপান্তরিত হয়।

মসরুর জুনাইদ-এর ব্লগে আরও পড়ুন- 

পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং নেটওয়ার্ক হিসেবে বাংলাদেশ বেতারে তথ্য, বিনোদন ও শিক্ষার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং সরকারের নীতি, কার্যক্রম ও উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে জনগণকে অবহিত করা, সর্বউপরি জাতীয় উন্নয়নে সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করাসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে।

বাংলাদেশ বেতার-এর অনুষ্ঠান পরিচিতি

ঢাকার শেরে বাংলা নগরে জাতীয় বেতার ভবনে বাংলাদেশ বেতার ঢাকার ক, খ ও গ চ্যানেল এবং এফ.এম-এর অনুষ্ঠান নির্মাণের পাশাপাশি ১৪টি আঞ্চলিক কেন্দ্র নিয়ে বাংলাদেশ বেতারের অনুষ্ঠান শাখার কার্যক্রম পরিচালিত হয়।

  • বাণিজ্যিক কার্যক্রম

সংগীত, বিনোদনমূলক অনুষ্ঠান, খেলাধুলার সজীব ধারাভাষ্য, স্পন্সর্ড অনুষ্ঠান প্রচার করার মাধ্যমেই বাণিজ্যিক কার্যক্রম ইউনিট বাংলাদেশ বেতারের মূল রাজস্ব আয় করে থাকে।বিস্তারিত জানতে দেখুন

  • বহির্বিশ্ব কার্যক্রম

বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি সমুন্নত রাখতে ক্ষুদ্র তরঙ্গ ৪৭৫০ কিলোহার্জে ৯(নয়)টি অধিবেশনে ৬(ছয়)টি ভাষায় প্রতিদিন ৫ ঘণ্টা ৩০ মিনিট ব্যাপী অনুষ্ঠান ও সংবাদ প্রচার করা হয়ে থাকে। বিস্তারিত জানতে দেখুন

  • ট্রাফিক সম্প্রচার কার্যক্রম

বেতার শ্রোতাদের ট্রাফিক বিধি বিষয়ে সচেতনতা, নিরাপদ যাতায়াত, সড়ক ব্যবস্থাপনা, দুর্ঘটনা এড়াবার উপায়সহ যানবাহনের ফিটনেস, ট্রাফিক আইন অমান্যের শাস্তি ইত্যাদি বিষয়ে তথ্য প্রদান ও তা মেনে চলতে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে ট্রাফিক সম্প্রচার কার্যক্রম প্রচারিত হয়। বিস্তারিত জানতে দেখুন

  • ট্রান্সক্রিপশন সার্ভিস

ট্রান্সক্রিপশন সার্ভিস দেশের সর্ববৃহৎ অডিও আর্কাইভ। ট্রান্সক্রিপশন সার্ভিসের দায়িত্ব হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণসমূহ সংরক্ষণ, ঐতিহ্যবাহী লোক-সংগীত সংগ্রহ ও সংরক্ষণ, স্মরণীয়-বরণীয় বিশিষ্ট ব্যক্তিত্ব এবং শিল্পীদের সাক্ষাৎকার গ্রহণ ও সংরক্ষণ, দেশ-বিদেশে বাংলাদেশের পরিচিতি ও প্রতিনিধিত্বমূলক সংগীতানুষ্ঠান সরবরাহ এবং আন্তর্জাতিক বেতার অনুষ্ঠান প্রতিযোগিতায় অংশগ্রহণ।

এ ছাড়া দেশের প্রত্যন্ত অঞ্চলের বিলুপ্ত প্রায় সাংস্কৃতিক ঐতিহ্যকে ধরে রাখার জন্য সংগ্রহ ও সংরক্ষণের কার্যক্রম জোরদার করা হয়েছে। বিস্তারিত জানতে দেখুন

  • জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রম

প্রতিদিন সকল কেন্দ্র থেকে জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক অনুষ্ঠান ৬ ঘণ্টা ২৫ মিনিট প্রচারিত হয় ।

জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে দৈনিক যে সকল বিষয়ে অনুষ্ঠান প্রচার করা হয় তার মধ্যে উল্লেখযোগ্য হলো – বিস্তারিত জানতে দেখুন

  • কৃষি বিষয়ক কার্যক্রম

কৃষি বিষয়ক কার্যক্রম, বাংলাদেশ বেতার, ঢাকা জন্মলগ্ন থেকেই কৃষি ও কৃষকের উন্নয়নে বিভিন্ন আঙ্গিকে ও বিষয়ে অনুষ্ঠান প্রচার করে আসছে। বিস্তারিত জানতে দেখুন

  • শিক্ষা কার্যক্রম

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষণ কর্মসূচি, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য অনুষ্ঠান, ইংরেজি শিক্ষাসহ সপ্তাহে ১২(বার) ঘণ্টা শিক্ষামূলক অনুষ্ঠান প্রচারিত হয়। বিস্তারিত জানতে দেখুন

বাংলাদেশ বেতারে প্রাথমিক শিক্ষার্থীদের ক্লাস

রেডিওকরোনা ভাইরাসের কারণে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য ‘ঘরে বসে শিখি’ শিক্ষা পাঠ সম্প্রচার করছে বাংলাদেশ বেতার এবং ১৬টি কমিউনিটি রেডিও।  এই শিক্ষা পাঠ কার্যক্রম শুরু করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রতি সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার বিকাল ৪ টা পাঁচ মিনিট থেকে ৪ টা ৫৫ মিনিট পর্যন্ত প্রাথমিক শিক্ষা পাঠদান সম্প্রচার করা হবে।

এছাড়া বেতারের ওয়েবসাইট betar.gov.bd এবং মোবাইল ফোনের রেডিও অপশনের মাধ্যমেও এ পাঠ সম্প্রচারের অনুষ্ঠান শোনা যাবে।

করোনাকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়ালেখার ধারাবাহিকতা রক্ষায় সংসদ টেলিভিশনের পাশাপাশি বেতারের মাধ্যমে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য এই শিক্ষা পাঠ কার্যক্রম সারাদেশে একযোগে সম্প্রচারের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বাংলাদেশ বেতার এর আঞ্চলিক কেন্দ্র গুলো 

বাংলাদেশ বেতারঢাকার শেরে বাংলা নগরে জাতীয় বেতার ভবনে বাংলাদেশ বেতার ঢাকার ক, খ ও গ চ্যানেল এবং এফ.এম-এর অনুষ্ঠান নির্মাণের পাশাপাশি ১৪টি আঞ্চলিক কেন্দ্র নিয়ে বেতারের অনুষ্ঠান শাখার কার্যক্রম পরিচালিত হয়।

আঞ্চলিক কেন্দ্র গুলো

  • ঢাকা কেন্দ্র

বাংলাদেশ বেতার, ঢাকা কেন্দ্রে মূলতঃ আগারগাঁও-এ স্থাপিত ভবন থেকে তিনটি মিডিয়াম ওয়েভ যথাক্রমে ঢাকা ‘ক’, ‘খ’, ‘গ’ থেকে ২৫ ঘণ্টা ২০ মিনিট( ঢাকা- গ ব্যতীত) এবং ছয়টি এফএম ট্রান্সমিটারের মাধ্যমে ৪০ ঘণ্টা ৪৫ মিনিট সহ মোট ৬৬ ঘণ্টা ০৫ মিনিট (জাতীয় সংসদ কার্যক্রম, খেলাধুলার সরাসরি সম্প্রচার ইত্যাদি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ঢাকা-‘ক’-তে সম্প্রচারের কারণে ঢাকা ‘গ’-এর প্রচার সময় প্রয়োজন অনুযায়ী বৃদ্ধি পায়) অনুষ্ঠান প্রচার করছে। বিস্তারিত জানতে দেখুন

  • কুমিল্লা কেন্দ্র

বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রটি ১৯৮৭ সালে স্থাপিত। এ প্রেরণ কেন্দ্রটির যাত্রা শুরু হয় ১৯৮৮ সালের ১৮ জুন, ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলের মাধ্যমে।

পরবর্তীতে পূর্ণাঙ্গ বেতার কেন্দ্র হিসেবে এখান থেকেই ২০০৯ সালের ১৫ মে কেন্দ্রের নিজস্ব অনুষ্ঠানের পরীক্ষামুলক সম্প্রচার এবং ১৩ জুন থেকে নিজস্ব অনুষ্ঠানের আনুষ্ঠানিক সম্প্রচার শুরু হয়। বিস্তারিত জানতে দেখুন

  • চট্টগ্রাম কেন্দ্র

বাংলাদেশ বেতার, চট্টগ্রাম কেন্দ্র একটি মধ্যম তরঙ্গ এবং একটি এফএম ট্রান্সমিটারের মাধ্যমে প্রতিদিন ২৩ ঘণ্টা ২০ মিনিট অনুষ্ঠান প্রচার করছে।

আগ্রাবাদস্থ চট্টগ্রাম কেন্দ্রটি ১৯৬২ সালে পরীক্ষামূলকভাবে সম্প্রচার কার্যক্রম শুরু করা হয়। কেন্দ্রটি ১৯৬৩ সালের ১ মার্চ উদ্বোধন করা হয় এবং ১৯৬৪ সালের ২৭ অক্টোবর থেকে অনুষ্ঠান প্রচার শুরু হয়।

বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র এ.এম ট্রান্সমিটারের মাধ্যমে প্রতিদিন ১৪.৪০ ঘন্টা বিভিন্ন অনুষ্ঠান যেমন: বিনোদন, নাটিকা, সংবাদ ইত্যাদি এবং এফ এম ট্রান্সমিটারের মাধ্যমে , বিবিসি ও এন এইচ কে জাপানের অনুষ্ঠান রীলেসহ মোট ৮ ঘন্টা অনুষ্ঠান সম্প্রচার করা হয়ে থাকে। বিস্তারিত জানতে দেখুন

  • রাজশাহী কেন্দ্র

বাংলাদেশ বেতার, রাজশাহী কেন্দ্র দু’টি মধ্যম তরঙ্গ এবং দু’টি এফএম ট্রান্সমিটারের মাধ্যমে প্রতিদিন ২৩ ঘণ্টা ২০ মিনিট অনুষ্ঠান প্রচার করছে।

নিজস্ব অনুষ্ঠান ছাড়াও ঢাকা থেকে জাতীয় অনুষ্ঠান রিলে করে থাকে।

বর্তমানে এ কেন্দ্রটি মিডিয়াম ওয়েভে ১৪ ঘণ্টা ৪০ মিনিটের অনুষ্ঠান (মধ্যম তরঙ্গ) ও খবর প্রচার করে থাকে এবং এফএম ব্যান্ডে ১ ঘন্টা বিবিসির অনুষ্ঠানসহ সর্বমোট ২৫ ঘন্টা ২০ মিনিট অনুষ্ঠান সম্প্রচারিত হয়। বিস্তারিত জানতে দেখুন

  • খুলনা কেন্দ্র

২৬শে মার্চ ১৯৭৩। খুলনা বেতার থেকে প্রচার শুরু হল নিজস্ব অনুষ্ঠান। ১লা জুলাই ১৯৭৯।

সর্বাধুনিক ব্রডকাস্টিং হাউজ হিসেবে খুলনার বয়রায় গড়ে ওঠে বাংলাদেশ বেতার কর্তৃক নির্মিত প্রথম পূর্ণাঙ্গ বেতার ভবন। বিস্তারিত জানতে দেখুন

  • রংপুর কেন্দ্র

বাংলাদেশ বেতার, রংপুর কেন্দ্র একটি মিডিয়াম ওয়েভ এবং একটি এফএম ট্রান্সমিটারের মাধ্যমে ২৩ ঘণ্টা ২০ মিনিট অনুষ্ঠান প্রচার করছে। বিস্তারিত জানতে দেখুন

  • বরিশাল কেন্দ্র

১৯৯৯ সালের ১২ জুন (২৯ জ্যৈষ্ঠ, ১৪০৬ বাংলা) বরিশাল বেতার কেন্দ্রটি একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক কেন্দ্র হিসেবে শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত জানতে দেখুন

  • সিলেট কেন্দ্র

বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্র একটি মধ্যম তরঙ্গ এবং একটি এফএম ট্রান্সমিটারের মাধ্যমে প্রতিদিন ২৩ ঘণ্টা ২০ মিনিট অনুষ্ঠান প্রচার করছে। বিস্তারিত জানতে দেখুন

  • ঠাকুরগাঁও কেন্দ্র

১ মার্চ ১৯৯৭ খ্রিস্টাব্দ থেকে বাংলাদেশ বেতার, ঠাকুরগাঁও নিজস্ব অনুষ্ঠান প্রচার শুরু করবে; প্রতিদিন ১৩ ঘণ্টার অনুষ্ঠান প্রচার করা হয় – মধ্যম তরঙ্গ ও এফএম এ। বিস্তারিত জানতে দেখুন

  • রাঙ্গামাটি কেন্দ্র

বাংলাদেশ বেতার, রাঙ্গামাটি কেন্দ্র একটি মিডিয়াম ওয়েভ ট্রান্সমিটারের মাধ্যমে প্রতিদিন ৫ ঘণ্টা অনুষ্ঠান প্রচার করছে। বিস্তারিত জানতে দেখুন

  • কক্সবাজার কেন্দ্র

বাংলাদেশ বেতার, কক্সবাজার কেন্দ্র একটি মিডিয়াম ওয়েভ ট্রান্সমিটারের মাধ্যমে প্রতিদিন ৫ ঘণ্টা অনুষ্ঠান প্রচার করে। বিস্তারিত জানতে দেখুন

  • বান্দরবান কেন্দ্র

বাংলাদেশ বেতার, বান্দরবান কেন্দ্র একটি মিডিয়াম ওয়েভ ট্রান্সমিটারের মাধ্যমে প্রতিদিন ৫ ঘণ্টা অনুষ্ঠান প্রচার করে। বিস্তারিত জানতে দেখুন

  • গোপালগঞ্জ কেন্দ্র

বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ কেন্দ্র ১লা নভেম্বর থেকে দুই অধিবেশনে মোট ছয় ঘন্টা সম্প্রচার (সকাল ৮-১১ টা এবং বিকাল ৫ হতে রাত ৮ টা) কার্যক্রম চলে এফ. এম ৯২.০০ মেগাহার্জে। বিস্তারিত জানতে দেখুন

  • ময়মনসিংহ কেন্দ্র

বাংলাদেশ বেতার ময়মনসিংহ কেন্দ্রে ৩রা নভেম্বর থেকে প্রতিদিন সকাল ৭টা ৫০মিনিট হতে সকাল ১০টা পর্যন্ত সম্প্রচার চলমান রয়েছে। বিস্তারিত জানতে দেখুন

মসরুর জুনাইদ-এর ব্লগে আরও পড়ুন- 

মতামত দিন